নিজস্ব প্রতিনিধি,
বর্তমানে নেপালে রাজনৈতিক অস্থিরতা চলছে l এর জেরে আটকা পড়েছেন ত্রিপুরার ছেলে স্বপ্নজিত চৌধুরী। জানা গেছে, গত ৪ঠা সেপ্টেম্বর একটি সেমিনারে যোগ দিতে নেপালে গেছিলেন তিনি। পুরাতন আগরতলার বাসিন্দা খোকন চৌধুরীর ছেলে স্বপ্নজিত বর্তমানে কলকাতা থেকে পিএইচডি করছেন। গত ৪ঠা সেপ্টেম্বর তিনি একটি আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে নেপালে গিয়েছিলেন।সেখানে সেমিনার শেষ হয় ৮ই সেপ্টেম্বর। পরের দিনই তাঁর কলকাতা ফেরার কথা ছিল। কিন্তু সেদিন রাত থেকেই নেপালে পরিস্থিতি হঠাৎ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ফলে সেখানেই আটকে পড়েন তারা। তার বাবা জানান, সেখানে আটকে পড়েন ওই সেমিনারে যোগ দেওয়া আরো ৪০জন ভারতীয় ছাত্রছাত্রী। এদিকে, পরিবার সূত্রে জানা গেছে, নেটওয়ার্ক পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ায় টানা দু’দিন স্বপ্নজিতের সঙ্গে কোনও যোগাযোগ করতে পারেননি তাঁর বাবা-মা। এই সময়টুকু প্রবল উৎকণ্ঠায় কাটিয়েছেন তাঁরা। পরে কোনওভাবে যোগাযোগ করা হলেও, এখনও ছেলে নিরাপদে বাড়ি ফিরতে পারবে কি না তা নিয়ে গভীর দুশ্চিন্তায় রয়েছেন পরিবার। তাই রাজ্য ও কেন্দ্র সরকার যেন তাদের ছেলেকে ভারতে ফিরে আসতে সাহায্যের হাত বাড়িয়ে দেন সেই অনুরোধ জানান স্বপ্নজিতের বাবা – মা।
akb tv news
11.09.2025